Udayan Guha: বকেয়া কাজ দ্রুত শেষ করাই লক্ষ্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর
🎬 Watch Now: Feature Video
করোনার সময় থেকে থমকে থাকা সমস্ত কাজ দ্রুত শেষ করাই তাঁর লক্ষ্য ৷ বুধবার এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ এদিন শিলিগুড়িতে (Siliguri) আসেন উদয়ন ৷ পৌঁছে যান উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় (Uttarkanya) নিজের নয়া দফতরে ৷ নিয়ম মেনে গ্রহণ করেন দায়িত্বভার ৷ দফতরের সচিব ও আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারেন ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দায়িত্ব পালন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ৷ মন্ত্রী বলেন, কোনও একটি নির্দিষ্ট জেলা ধরে নয়, উত্তরের সব জেলাকেই একসঙ্গে একই গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি ৷ তাঁর কথায়, আগে বকেয়া কাজ শেষ করা হবে ৷ যে কাজগুলি 90 শতাংশ হয়ে গিয়েছে, সেগুলি আগে মিটিয়ে ফেলা হবে ৷ তারপর নতুন কাজে হাত দেওয়া হবে ৷ এর জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছ থেকে উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলির তালিকা চাওয়া হবে ৷ তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে গুরুত্ব অনুযায়ী নতুন প্রকল্পে হাত দেওয়া হবে ৷ উদয়ন জানিয়েছেন, চলতি বছর সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ করার জন্য 790 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য ৷ যার 25 শতাংশ ইতিমধ্য়েই দফতরের হাতে চলে এসেছে ৷ চলতি আর্থিক বছরে 460টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৷ সেগুলি যত দ্রুত সম্ভব শেষ করতে চান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ এদিন নতুন মন্ত্রীকে তাঁর দফতরে সংবর্ধনাও দেওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST