Howrah Poush Mela: শান্তিনিকেতনের ধাঁচে হাওড়ায় পৌষ মেলা, উদ্যোক্তা শাশুড়ি-বউমা জুটি - হাওড়ার খবর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 8, 2023, 3:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

বাঙালির পৌষ মাস মানেই পার্বণের পালা ! জিভে জল আনা পিঠে, পুলি খাওয়া হোক, কিংবা গরম পোশাকে সেজেগুজে বনভোজনে যাওয়া, এসব ছাড়া বাঙালির শীত বেকার ! আর সেই কারণেই পৌষ মাস পড়লেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়ে যায় পৌষ মেলা ৷ হাওড়াও আর তার ব্যতিক্রম রইল না ৷ শহরের কামারডাঙা এলাকায় এবারই প্রথম পৌষ মেলার (Howrah Poush Mela) আয়োজন করা হয়েছে ৷ রকমারি খাবার থেকে শীতপোশাক, কিংবা সুন্দর কারুকাজের গয়না, মেলায় পসার রয়েছে অনেক কিছুর ৷ যাঁরা এই মেলার উদ্যোক্তা, সম্পর্কে তাঁরা পরস্পরের শাশুড়ি এবং বউমা ৷ প্রথমজনের নাম সুপর্ণা ধারা এবং দ্বিতীয়জন হলেন মৌলি ধারা ৷ মূলত, শান্তিনিকেতনের পৌষ মেলার ধাঁচেই এই মেলার আয়োজন করা হয়েছে ৷ বিকিকিনি, মুখমিষ্টির পাশাপাশিই চলছে নানা ধরনের বিচিত্রানুষ্ঠান ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.