Two Robbers Arrested: ভেস্তে গেল এটিএম লুঠের পরিকল্পনা, গ্রেফতার 2 ডাকাত - গ্রেফতার দুই ডাকাত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 30, 2022, 12:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

এটিএম লুঠের (ATM Robbery) পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ । গোপন সূত্রের খবর পেয়ে শনিবার গভীর রাতে হরিরামপুর ব্লকের অন্তর্গত মহেন্দ্র এলাকার একটি এটিএম কাউন্টারের বাইরে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করল পুলিশ (Two Robbers Arrested) । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রামদা, কুড়ুল, দশ প্যাকেট লঙ্কার গুঁড়ো ও একটি লম্বা নাইলনের দড়ি । মহেন্দ্র ফুটবল মাঠের পার্শ্ববর্তী একটি এটিএম কাউন্টারের বাইরে ডাকাতদের জড়ো হওয়ার খবর পান কর্তব্যরত পুলিশ আধিকারিক শুভঙ্কর চক্রবর্তী । সেই মোতাবেক হরিরামপুর থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে প্রায় হাতে না হাতে ধরে ফেলে ডাকাতদের । পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার বুনিয়াদপুরে অবস্থিত মহকুমা আদালতে পাঠায় । এই ঘটনার পিছনে স্থানীয় কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.