কী ভাবছে ভবিষ্যত প্রজন্ম ? জানতে ডিওয়াইএফআই'য়ের ব্রিগেডে একসঙ্গে নবীন-প্রবীণ - মীনাক্ষী মুখোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 8:02 PM IST

Two Generations at DYFI's Brigade Rally: রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল, যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশে সিপিআইএমের নেতা, কর্মী ও সমর্থকদেরও হাজির থাকতে হবে ৷ বরিবাসরীয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই ছবিই উঠে এল এ দিন ৷ হাওড়া ডোমজুড়ের একই পরিবারের দুই প্রজন্ম এসেছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শুনতে ৷ সঙ্গে অবশ্যই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বার্তা ৷ তাঁরা হলেন, বাবা-ছেলে পুষ্পল রায় ও তাঁর ছেলে অর্ণব রায় ৷

পুষ্পল রায় জানালেন, আগে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যদের নেতৃত্বে হওয়া ব্রিগেডে তিনি আসতেন ৷ আর আজকের ব্রিগেড সমাবেশে ছেলেকে নিয়ে এসেছেন, বর্তমান প্রজন্মের বক্তব্য শোনার জন্য ৷ মানুষের পাশে থাকার জন্য, বর্তমান বাম ছাত্র-যুবদের কী ভাবনা ? তা জানার জন্য ৷ জানালেন যতদিন সুস্থ-সবলভাবে বেঁচে আছেন, ততদিন বামেদের ব্রিগেডে আসবেন ৷ আর পুষ্পল রায়ের ছেলে অর্ণবের কথায়, সাধারণ মানুষের ন্যায্য তিন দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য ৷ আশ্চর্যভাবে রাজ্যে এই তিন ক্ষেত্রই আজ দুর্নীতির আতুঁড়ঘরে পরিণত হয়েছে ৷ অন্যদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মের নামে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব হলেন ব্রিগেডের সমাবেশে আসা দুই প্রজন্ম ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.