Strike Situation in Cooch Behar: যৌথমঞ্চের নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - কোচবিহারে ধর্মঘট
🎬 Watch Now: Feature Video
বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের ডাকা ধর্মঘট ঘিরে শুক্রবার উত্তপ্ত মাথাভাঙা (trinamool leader accused of beating the leader) । এক ধর্মঘট সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ধর্মঘট ঘিরে অশান্তি এড়াতে মাথাভাঙা শহরে একাধিক এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । অভিযোগ, তরুণকুমার রায় নামে যৌথ মঞ্চের নেতার উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে । অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন । এদিন সকাল থেকে কোচবিহারের বিভিন্ন মহকুমায় দুই সংগঠনের ডাকা ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছিল । এদিন সকালে মিছিল করে বিভিন্ন অফিস বন্ধ করে দেওয়া হয় । যে সমস্ত কর্মীরা অফিসে এসেছিলেন তাদের অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয় ধর্মঘটি সংগঠন যৌথ মঞ্চের পক্ষ থেকে ।