Digha: দিঘায় বছরের শেষ সূর্যাস্ত দেখতে হাজির পর্যটকরা - সৈকত নগরী দিঘা
🎬 Watch Now: Feature Video
বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকত নগরী দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় জনসমুদ্রের আকার (Crowd of Tourists) নিয়েছে। প্রশাসনের তরফ থেকে সবরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । নজরদারি চালানো হচ্ছে ওয়াচ টাওয়ার থেকেও। পর্যটন কেন্দ্র দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, পর্যটন কেন্দ্রগুলোতে হোটেলে একটিও রুম খালি নেই। শনিবার বিকেল হতেই বছরের শেষ সূর্যাস্ত দেখতে দিঘাতে হাজির হয়েছেন রাজ্য-সহ ভিন রাজ্যের পর্যটকরা। আসন্ন বছর সবার শুভ হোক, এমনই চাইছেন সকলে।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST