Tornado in Howrah: টানা দ্বিতীয় দিন টর্নেডো চাক্ষুষ করল হাওড়াবাসী - Tornado in Howrah
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পর এবার টর্নেডো দেখল হাওড়ার বাসিন্দারা । যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে ৷ সোমবার হাওড়ার ডুমুরজলা মাঠে এমন টর্নেডো দেখা গিয়েছিল ৷ এরপরের দিন মঙ্গলবার বেলুড় মঠের শিল্পমন্দিরের মাঠে দেখা গেল ধুলোর ঘূর্ণিঝড় । কিছুদিন ধরেই হাওড়া জেলার তাপমাত্রা দীর্ঘ কয়েকবছরের থেকে অনেকটাই বেড়েছে । কখনও 42 ডিগ্রি তো আবার কখনও 43 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা । সেখানে হঠাৎ করে এই ঘূর্ণিপাক দেখে চাঞ্চল্য তৈরি হয় এলাকাবাসীদের মধ্যে । একদিকে তাপপ্রবাহের সঙ্গে বইছে লু । এরই মধ্যে হাওড়া জেলায় ধেয়ে এল টর্নেডো।
যদিও এই ধরনের ক্ষণস্থায়ী ধুলোর ঝড়ের কারণ হিসাবে তাপপ্রবাহকেই দায়ী করেন পরিবেশবিদরা । প্রচণ্ড রোদ্দুরে স্থানীয় বাতাস গরম হয়ে যায় । তখন সেখানে একটা শূন্যস্থান তৈরি হয় । আর ওই শূন্যস্থানে দ্রুত ছুটে আসে গরম বাতাস । তখনই এই টর্নেডো সৃষ্টি হয় । তবে এই টর্নেডোর মতো ঘূর্ণিঝড় বেশ হাওড়ার দু'টি স্থানে দেখতে পান সাধারণ মানুষেরা । কৌতূহলের সঙ্গে খানিক ভীতিও লক্ষ্য করা যায় মানুষের মধ্যে ।