Panchayat Election Results 2023: দুর্গাপুর মহকুমার 4 ব্লকের 28টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের - Panchayat Election Results
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর মহকুমার 4টি ব্লকের সবক’টি গ্রাম পঞ্চায়েতই শাসকদলের দখলে গেল ৷ অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ও কাঁকসা ব্লকের মোট 28টি গ্রাম পঞ্চায়েতের সবক’টিতে তৃণমূল জয়লাভ করেছে ৷ এই গ্রাম পঞ্চায়েতগুলিতে বিরোধী বিজেপি ও সিপিআইএম প্রার্থীরা কয়েকটি গ্রাম সংসদে জিতলেও, কোনও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারেনি ৷ উল্লেখ্য, অন্ডাল ব্লকে মোট 8টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷ দুর্গাপুর-ফরিদপুরে 6টি, পাণ্ডবেশ্বরে 7টি ও কাঁকসায় 7টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷ আজ ভোটগণনা শুরু হওয়ার পর বেলা গড়াতেই চারটি ব্লকের পঞ্চায়েতগুলি কাদের দখলে যাবে, তা স্পষ্ট হয়ে যায় ৷ বেলা গড়িয়ে বিকেল হতেই বিজয় উৎসব শুরু করে দেয় তৃণমূল ৷
কাঁকসা ব্লকে ভোটগণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবীর খেলতে শুরু করেন ৷ বাজি ফাটিয়ে ও কাঁসর বাজিয়ে উৎসবে সামিল হয় আট থেকে আশি সকলে ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসা ব্লকের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায়কে ৷ জয়ের পর তাঁকেও নাচতে দেখা যায় কাঁসরের তালে ৷ পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "এই জয় মানুষের জয় ৷ আর বিরোধীদের ষড়যন্ত্র এবং কুৎসার বিরুদ্ধে মা-মাটি-মানুষের জয় হয়েছে ৷ যেভাবে সন্ত্রাস তৈরি করে তৃণমূলকে বদনাম করার অপচেষ্টা চালিয়ে পঞ্চায়েত দখল করতে চেয়েছিল সিপিআইএম ও বিজেপি বাংলার মানুষ সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে ৷"