Children Slogan: ছোট মুখে বড় কথা ! তৃণমূলের মিছিলে আটকে খুদেদের স্লোগান ‘বিজেপি জিন্দাবাদ’ - খুদেদের স্লোগান বিজেপি জিন্দাবাদ
🎬 Watch Now: Feature Video
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ! তৃণমূলের মিছিলে আটকে পড়া স্কুল পড়ুয়াদের স্লোগান ‘বিজেপি জিন্দাবাদ’ ৷ যা শুনে হেসে উঠেলেন তৃণমূল সমর্থকরাও ৷ মিছিলের মধ্যে থেকেই কেউ কেউ পালটা স্লোগান দিলেন বিজেপি মুর্দাবাদ ৷ সোমবার শিলিগুড়িতে বিজেপি'র বিরুদ্ধে মহামিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস (tmc rally in siliguri)। তার জেরেই থমকে গিয়েছিল শিলিগুড়ির হিলকার্ট রোডের সেভক মোড় ৷ সেই যানজটে আটকে পড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল বাস। তৃণমূল কংগ্রেসের মিছিল দেখে বাসের ভিতরে থাকা খুদে পড়ুয়ারা ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করে। ছোট মুখে রাজনীতির স্লোগান শুনে পথচারীরা যে মজা পেয়েছেন তা বলার অপক্ষা রাখে না ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST