TMC rally at Jalpaiguri শুভেন্দু অধিকারী ও হিমন্ত বিশ্বশর্মাকে সাজিয়ে তৃণমূলের বিক্ষোভ মিছিল - TMC rally at Jalpaiguri
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারী ও হিমন্ত বিশ্বশর্মাকে সাজিয়ে কোমরে দড়ি পড়িয়ে শহর ঘোরাল তৃণমূল কংগ্রেস। শনিবার জলপাইগুড়ি শহরে তৃণমূল যুব কংগ্রেস কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর নিরপেক্ষ তদন্তের দাবি করে পথে নামল (TMC rally against ED CBI at Jalpaiguri)। এদিন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়র নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয় । গান্ধিমুর্তির পাদদেশ থেকে মিছিলটি বেরিয়ে থানা মোড় হয়ে মার্চেন্ট রোড হয়ে শহর পরিক্রমা করে । এ দিনের মিছিলে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের নেতা-সহ মহিলা ছাত্র যুবরা এই অংশ নেন ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
TMC rally at Jalpaiguri