TMC Protests on MGNREGS Project : 100 দিনের কাজের জন্য মিলছে না কেন্দ্রের টাকা, মমতার নির্দেশে মহামিছিল লাউদোহায় - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, এই অভিযোগ এনে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত ব্লকে নির্দেশ দেন প্রত্যেকটি ছাত্র-যুব-মহিলাদের একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করার জন্য (TMC Protests against Modi Govt on MGNREGS Project) ৷ সেই মিছিল থেকে বাদ পড়েনি লাউদোহা ফরিদপুর ব্লক ৷ প্রায় হাজারখানেক মহিলা-পুরুষ মিলে বিক্ষোভ মিছিল শুরু করে ৷ ফরিদপুর ব্লকের এমআই গেট সংলগ্ন এলাকা থেকে লাউদোহা পুলিশ স্টেশন পর্যন্ত হয় এই মিছিল ৷ কুশপুত্তলিকা দাহ করা হয় প্রধানমন্ত্রীর এই বিক্ষোভ মিছিলে ৷ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখোপাধ্যায় ছাড়াও বিশিষ্ট নেতা-নেতৃত্ব বৃন্দরা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST