TMC Protest Against Governor: রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের, শিলিগুড়িতে উত্তেজনা - রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের
🎬 Watch Now: Feature Video
Published : Oct 7, 2023, 5:45 PM IST
রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনায় দফায়-দফায় উত্তেজনা ছড়াল শিলিগুড়ি শহরে। শনিবার দুপুরে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান তিনি। আর স্টেট গেস্ট হাউজে যাওয়ার পথে প্রথমে বাগডোগরা, তারপর মাটিগাড়া ও শেষে স্টেট গেস্ট হাউজের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
মূলত এদিন তৃণমূল কংগ্রেসের তিন প্রতিনিধি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মিত্র ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে দার্জিলিং রাজভবনে বৈঠক রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আর সেই উদ্দেশ্যেই এদিন রাজ্যপাল দার্জিলিং সফরে আসেন। কিন্তু পাহাড়ে যাওয়ার আগে তাঁকে দফায়-দফায় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। কলকাতায় রাজভবনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করছে। যে কারণে এদিন কলকাতার পরিবর্তে দার্জিলিং রাজভবনে বৈঠকের সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপাল আন্দোলনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ তোলে রাজ্যের শাসকদল। দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্ণয় রায় বলেন, "এই রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন। বিজেপি নেতাদের কথায় চলছেন। 50 লক্ষ চিঠি ওনাকে পড়াব আমরা। এরকম রাজ্যপাল চাই না।"