Madan Mitra: এবার গুণ্ডাদমন নিয়ে পুলিশ কমিশনারের অফিসে ধরনা দেবেন মদন - বিধায়ক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2023, 5:21 PM IST

কামারহাটি এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গুণ্ডাদমনে ব্যর্থ হলে ব্যারাকপুর কমিশনারের অফিসে ধরনায় বসার হুমকি দিলেন তিনি ৷ বিধায়ক মদন মিত্র বলেন, "কামারহাটি এলাকায় কোনও গুণ্ডামি বরদাস্ত করা হবে না। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে গুণ্ডাদের নামের তালিকা দিয়ে দেব। তারপরে যদি কমিশনার ব্যবস্থা না-নেয়, তাহলে অফিসের সামনে ধরনা অবস্থানে বসব।" রবিবার কামারহাটিতে একটি অনুষ্ঠানে যান মদন মিত্র ৷ সেখানেই তিনি এমন হুঁশিয়ারি দেন ৷ 

তিনি আরও বলেন, "কামারহাটি এলাকায় সিপিএমের বিকল্প গুণ্ডা আমরা তৈরি করেছি। গুণ্ডাদের ভয়ে কামারহাটি এলাকার ভালো ভালো সক্রিয় তৃণমূল কর্মী দল করতে ভয় পাচ্ছে। যে সমস্ত গুণ্ডারা তৃণমূলের জামা পরে গুণ্ডামি করছে, তারা ওই জামা শরীর থেকে খুলে ফেলুন। তারপরেই সেই গুণ্ডাদের গঙ্গার জলে যদি চুবিয়ে আনতে না-পারি তাহলে আমার নাম মদন মিত্র নয়। অনেক মস্তান দেখে আমি বড় হয়েছি।" মদন মিত্রের এই মন্তব্য প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, "মদন মিত্র নিজেই বলছেন গুণ্ডা তৈরি করেন। তাহলে প্রমাণিত মদন মিত্রর আশ্রয়েই গুণ্ডারা থাকে ও গুণ্ডামি করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারকে বলব, মদন মিত্রর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার জন্য ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.