Aditi Munshi in Durgapur: শেষবেলায় প্রচারে ঝড়, নগরকীর্তন সহযোগে রোড-শো অদিতি মুন্সির - tmc mla Aditi Munshi in durgapur for vote campaign
🎬 Watch Now: Feature Video
কাউন্টডাউন শুরু হয়ে গেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই লক্ষ্মীবারের সকাল থেকেই প্রচারে ব্যস্ত। দুর্গাপুরের ফরিদপুর ব্লকের দুই জেলা পরিষদের প্রার্থী চুমকি মুখোপাধ্যায় ও সুজিত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গৌরবাজার পঞ্চায়েত এলাকায় রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সি ৷
তাঁর রোড শো-কে আরও আকর্ষণীয় করে তুলতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলোর আয়োজন করা হয়েছিল ৷ এই ট্যাবলোর আগে খোল-করতাল সহযোগে নগরকীর্তনের দলও ছিল । লাউদোহার গৌরবাজার এলাকায় শেষবেলার প্রচার একপ্রকার জমজমাট ভাবেই সম্পন্ন হল । এদিন প্রথমে এসে একটি মন্দিরে পুজো দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে। গৌরবাজার পঞ্চায়েত এলাকার শ্রীকৃষ্ণপুর গ্রামে প্রথম শুরু হয় প্রখ্যাত অদিতি মুন্সির নির্বাচনী প্রচার। রাস্তার দু’পাশে অগণিত মানুষ অদিতি মুন্সির জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন। গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য অদিতি মুন্সি আবেদন জানান এলাকাবাসীর কাছে । এরপরেই সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অদিতি মুন্সি জানান বলেন, "কেমন প্রচারে সাড়া পাচ্ছি দেখতে হলে ক্যামেরা ঘুরিয়ে রাস্তার দু’পাশ একটু দেখিয়ে দিন । প্রচারে দারুণ ছাড়া পাচ্ছি । আমি ইডি-সিবিআই নিয়ে কিছু বলতে পারব না। আমি ইডি বা সিবিআই নই।""