Land Smuggling Allegation: ভাঙড়ে খালের জমি চুরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

By

Published : Aug 2, 2023, 9:27 PM IST

thumbnail

ভোট চুরি নয়, এবার জমি চুরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ৷ এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে বিক্রি হচ্ছে কেষ্টপুর খালপাড় সংলগ্ন এলাকার জমি ৷ অভিযোগের তীর বামনঘাটা অঞ্চলের কনভেনার কার্তিক দে, তৃণমূল নেতা অষ্ট নস্কর-সহ বেশ কয়েকজন নেতার দিকে ৷ সেখানেই গড়ে উঠছে অবৈধ দোকান-বাড়ি ৷ যদিও অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল নেতারা ৷ 

বর্ষায় কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকার জল নিকাশির জন্য গুরুত্বপূর্ণ কেষ্টপুর খাল । ভিআইপি-কেষ্টপুর হয়ে ভাঙড়ের হাটগাছা-বামনঘাটার উপর ভাঙড় বাজারের মধ্যে দিয়ে উত্তর 24 পরগনার কুলটি লকগেট হয়ে বিদ্যাধরী নদীতে গিয়ে মিশেছে এই ক্যানেলে। এবার সেই ক্যানেলের জমিতে অবৈধ ভাবে গজিয়ে উঠছে দোকান-বাড়ি । ভাঙড়ের বামনঘাটা ও বেঁওতা 2 অঞ্চলের অধিকাংশ জায়গাই ওয়েটল্যান্ড । সেই ওয়েটল্যান্ডে বাড়ি বা দোকান করার জন্য পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতাদের মোটা টাকা দিতে হয় বলেও অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের । এবার ক্যনেলের জায়গা একরকম বিক্রি করার অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে। নির্বাচনের সময় থেকেই উত্তপ্ত ছিল ভাঙড় ৷ দিনদু‘য়েক হল উঠেছে 144 ধারা ৷ তারমধ্যেই জমি চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.