Udayan Guha on DA Agitators: ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের - DA
🎬 Watch Now: Feature Video
'ডিএ (DA) নিয়ে সরকারের বিরুদ্ধে যে সকল সরকারি কর্মী আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। 34 বছর টেবিলে টিফিনবক্স রেখে, চেয়ারে কাঁধের ঝোলা রেখে কাজ না-করে এখন বিপ্লব করতে বেড়িয়েছেন। তাঁদের বিরুদ্ধে রাস্তায় নেমে মোকাবিলা করতে হবে।' শুক্রবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় যোগ দিতে এসে, মহার্ঘ্যভাতার দাবিতে সরকারি কর্মীদের একাংশের আন্দোলন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (TMC Leader Udayan Guha)। এদিন মন্ত্রী জানান, কিছু কর্মী বিক্ষোভ দেখাল বলে সরকার উজার করে সব দিয়ে দেবে, একদল খেয়ে থাকবে আর এক দল না-খেয়ে থাকবে; এটা হতে পারে না। সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমি ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামিকাল পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ সমস্ত জেলার এক ঝাঁক কবি, সাহিত্যিকরা ছাড়াও শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ধামসা বাদলের তালে আদিবাসী, রাভা, মেচেনি নৃত্যে মাধ্যমে বরণ করা হয় মন্ত্রীদের।