TMC Leader Body Recovered: অণ্ডালে তৃণমূল পঞ্চায়েত সদস্য আত্মঘাতী ! তদন্তে পুলিশ - তদন্তে পুলিশ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15723773-120-15723773-1656833473512.jpg)
অণ্ডাল থানা এলাকার দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হল (TMC Leader hanging Body Recovered from home in Andal) তাঁর বাড়ির ভেতর থেকে। মৃত পঞ্চায়েত সদস্যের নাম উজ্জ্বল আকুড়ে । বয়স 40 । অণ্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায় । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, উজ্জ্বল তাঁদের সক্রিয় কর্মী ছিলেন । কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ । তবে তাদের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST