AMC By-poll 2022: রবিবার ছুটির দিনে হেঁটে ভোট প্রচার সারলেন বিধান উপাধ্যায় - Bidhan Upadhyay
🎬 Watch Now: Feature Video
রবিবার ছুটির দিনে হেঁটে জামুড়িয়ার 6 নম্বর ওয়ার্ডের বিড়ালা গ্রামে জনসংযোগ সারলেন বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay) । ভোট প্রচারে এসে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি । তাদেরকে আশ্বাস দেন, আগামী দিন আরও উন্নয়ন হবে এই ওয়ার্ডে । 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন (AMC By-poll 2022) ৷ মেয়র পদে বহাল থাকতে হলে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনতার ভোটে জিতে আসতে হবে তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্য়ায়কে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST