Panchayat Board Formation: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্ত সুতাহাটা, বিজেপি সদস্যকে অপহরণ - পঞ্চায়েতের বোর্ডগঠন নিয়ে অশান্ত সুতাহাটা
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটাতে পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে অশান্তি ৷ বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷ পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লকের কুকুড়াহাটি অঞ্চলে মোট আসন সংখ্যা 23টি । তার মধ্যে বিজেপি পেয়েছে 11টি। তৃণমূল পেয়েছে 10টি । সিপিএম পেয়েছে দু’টি । বোর্ড গঠনের সময় একজন সিপিএম প্রার্থী অনুপস্থিত ছিলেন। বামেদের অপর পঞ্চায়েত সদস্য তৃণমূলের সঙ্গে যোগদান করেছেন ৷
অভিযোগ, বৃস্পতিবার পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। শপথ গ্রহণের পর ভোটদান পর্বের আগেই পিছন দিক থেকে তৃণমূলের লোকজন পিছনের দরজা ভেঙে অঞ্চলের অফিসের ভিতরে ঢুকে বিজেপি প্রার্থীদের মারধর করে । তিনজন বিজেপি সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিজেপি মেম্বারদের অপহরণের অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । এই ঘটনায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা । বিক্ষোভের জেরে যানবাহন চালাচল ব্যহত হয় ৷