thumbnail

By

Published : Apr 27, 2023, 5:26 PM IST

ETV Bharat / Videos

Jim Corbett National Park: জিম করবেট পার্কে পর্যটক দেখে তেড়ে এল বাঘিনী! তারপর...

চোখ দু'টো রাগভরা ও হিংস্রতার ছাপ মুখে ৷ যা দেখলে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়, হাত-পা অসাড় হতে বাধ্য ৷ গর্জন করে বাঘমামা যদি হঠাৎ করে সামনে চলে আসে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনও উপায় থাকে না ৷ উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের বাঘের আক্রমণে সেই ভিডিয়ো দেখলে আপনার কালঘাম ছুটতে বাধ্য ৷ যদিও এক্ষেত্রে পর্যটকরা কাঁচঘেরা জিপসিতে থাকায় বাঁচোয়া ৷ সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োটি সম্প্রতি এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিয়ার সুশান্ত নন্দা তাঁর টুইটারে পোস্ট করেছেন ৷ 

তাতে দেখা যাচ্ছে কয়েকজন পর্যটক চারচাকা গাড়িতে চড়ে সাফারিতে বেরিয়েছিলেন ৷ হঠাৎ করেই সেখানে জঙ্গলের ভিতর থেকে এক বাঘিনী উদয় হয় ৷ তারপর সে রেগে লাল হয়ে তেড়ে আসে ওই পর্যটকদের জিপসিটির দিকে ৷ তৎক্ষণাৎ পর্যটকরা চেঁচামেচি শুরু করেন ৷ তাতেই খানিকটা দমে গিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায় বাঘটি ৷ সঙ্গে সঙ্গে জিপসির চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন ৷ তাই হয়তো কোনও অঘটন ঘটেনি ৷ সাক্ষাৎ মৃত্যু হয়তো উপলব্ধি করেন বেশ কিছু পর্যটক ৷ কেন এমনটা হল, তা জানতে রামনগর বন বিভাগের ডিএফও কুন্দন কুমার বিষয়টি খতিয়ে দেখছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.