WB Weather Update: কমবে তাপমাত্রা, শনিবার পর্যন্ত দুই বঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বাভাস - thunderstorm forecasted in Bengal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18568105-thumbnail-16x9-rain.jpg)
আরও বেশ কয়েকদিন বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস অব্যাহত ৷ 23 থেকে 27 মে অর্থাৎ মঙ্গল থেকে শনিবার পর্যন্ত দুই বঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ এর কারণ হিসেবে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার জানান, আগামিকাল একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে আমাদের রাজ্যের উপর প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস আসবে। যার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গল ও বুধবার 50-60 কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দু-এক জায়গায় শিলা বৃষ্টিও হতে পারে। 25 মে বৃহস্পতিবার শিলা বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি। শুক্র ও শনিবার বৃষ্টির সঙ্গে 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে।
উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস ৷ শুধু 25 মে বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ঝড়বৃষ্টির জন্য 24 ঘণ্টা পর থেকে দুই বঙ্গেই তাপমাত্রা একটু করে কমবে ৷ কলকাতাতেও আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে ৷ তাপমাত্রাও কমবে ৷