Royal Bengal Tiger Viral Video: নদী পেরোচ্ছে 3 দক্ষিণরায়, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
🎬 Watch Now: Feature Video
একে একে জলে নামল তিন রয়্যাল বেঙ্গল টাইগার ৷ আর দূর থেকে তা ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা ৷ বুধবার দুপুরে সুন্দরবনের সজনেখালি রেঞ্জের পিরখালিতে এমনই ছবি ধরা পড়ল ৷ সৌভাগ্য না থাকলে একটা বাঘেরই দেখা পাওয়া যায় না ৷ সেখানে তিন তিনটে বাঘ দেখে যারপরনাই খুশি পর্যটকরা ৷ ইলিশ উৎসবে সুন্দরবনে বেড়াতে এসে এই বাঘের দর্শন পেয়েছেন তাঁরা । বাঘগুলি এক জঙ্গল থেকে নদী সাঁতরে আরেক জঙ্গলে যাচ্ছিল । বন দফতর সূত্রের খবর, এক বাঘিনী আর তার দুই শাবক বেশ কিছুদিন ধরেই এই এলাকায় রয়েছে । তাজঙ্গল থেকে যাওয়া আসার সময় পর্যটকরা তাদের দেখা পেয়েছেন । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি । সাধারণত পর্যটকরা এই সময়ে বাঘের দেখা পাওয়া যায় না ৷ তবে পর্যটকদের পাশাপাশি খুশি পর্যটন ব্যবসায়ীরাও ৷ এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী নিউটন সরকার বলেন, "সারা বছর আমরা বহু পর্যটক নিয়ে সুন্দরবনে যাই । বাঘ দর্শন সকলের ভাগ্যে থাকে না । সুন্দরবনের এই বাঘ দর্শন মূলত ভাগ্যের ব্যাপার । এই সময় সুন্দরবনে ইলিশ উৎসব চলছে । সেই ইলিশ উৎসবে অংশ নিতেই কলকাতার একটি দল এসেছিল ৷ তারাই বাঘ দেখতে পেয়েছে ৷"