Migrant Labours Missing: সিকিমে কাজে গিয়ে নিখোঁজ 3 পরিযায়ী শ্রমিক - সিকিমে কাজে গিয়ে নিখোঁজ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 3:05 PM IST

Updated : Oct 9, 2023, 5:08 PM IST

সিকিমে কাজে গিয়ে নিখোঁজ একই পরিবারের তিনজন। ছয়দিন ধরে বন্ধ যোগাযোগ । উদ্বিগ্নে দিন কাটাচ্ছে পরিবার। ধূপগুড়ি ব্লকের মধ্য ডাউকিমারী এলাকার ঘটনা । ইতিমধ্যে পরিবারের তরফে ধূপগুড়ি থানায় তিনজনের নিখোঁজের ডায়রি করা হয়েছে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের টানে ধূপগুড়ির মধ্য ডাউকিমারি এলাকার তিনজন সিকিমে শ্রমিকের কাছে গিয়েছিলেন । সম্পর্কে এরা কাকা ও ভাইপো । কাকা গোপাল রায়, ভাইপো উজ্জ্বল রায় এবং চন্দন রায়‌ ।

গত 4 অক্টোবর সিকিমের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই পরিযায়ী শ্রমিকদের। গত 2রা অক্টোবর সোমবার তাদের শেষ ফোনে কথা হয়। তারপর আর কথা হয়নি । এদিন তাদের বাড়িতে গিয়ে দেখা গেল শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার । কাকা-সহ দুই ভাইপোকে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে কাতর আবেদন করেন পরিবারের সদস্যরা । উজ্জ্বল রায়ের মা বলেন, "শেষ 2 অক্টোবর কথা হয়েছিল, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি । তারা সিকিমে কাজে গিয়েছিল । এই মুহূর্তে কোথায় ও কীভাবে আছে কিছু বুঝতে পারছি না । থানায় নিখোঁজের ঘটনা জানিয়ে লিখিত জমা দেওয়া হয়েছে । পুলিশ তদন্ত করবে বলেছে ।" প্রশাসন সূত্রে খবর পরিবারে পাশে রয়েছে তারা। এদের কোন খোঁজ পাওয়া গেলেই পরিবারকে জানানো হবে ।

Last Updated : Oct 9, 2023, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.