Theft in Duttapukur: সোনার দোকানের পিছনের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি দত্তপুকুরে - Jewellery theft by cutting back wall of shop
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগনায় দত্তপুকুরে আবারও চুরির অভিযোগ (Theft in Duttapukur) ৷ এবার সোনার দোকানে পিছনের দেওয়াল কেটে সুরঙ্গ করে দুঃসাহসিক চুরি ৷ ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের তেঁতুলতলায় ৷ ওই সোনার দোকানে পিছনে 10 ইঞ্চি দেওয়াল রয়েছে ৷ সেই দেওযাল কেটে সুরঙ্গ করে দোকানে ঢুকে গয়না চুরি করল দুষ্কৃতীরা ৷ দোকানের ভেতরে থাকা লকার কেটে আনুমানিক পাঁচ লক্ষ টাকার সোনার গয়না চুরি করা হয়েছে ৷ এমনটাই দাবি দোকানের মালিক বাবুলাল কর্মকারের ৷ দোকানে সিসি ক্যামেরা থাকলেও তার কেটে ফেলা হয় ৷ এই ঘটনার জেরে দত্তপুকুরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ পরপর একই মাসে একইভাবে তিনটে দোকানে চুরির ঘটনা ঘটল বলে জানা গিয়েছে ৷ ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী অভিযোগ করেন, পুলিশ গাড়ি থেকেই পয়সা তুলতে ব্যস্ত ৷ দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের আশ্বাস দিয়েছে ৷