Chandannagar: জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রার নো-এন্ট্রিতে লরি ঢুকে যানজট - চন্দননগর শোভাযাত্রা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16833866-thumbnail-3x2-hhhhhh.jpg)
চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রার নো-এন্ট্রিতে লরি ঢুকে যাওয়ায় উত্তেজনা ছড়ায় । ভাঙচুর করা হয় মাল বোঝাই করা লরিটিতে (Chandannagar)। পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় মানুষের অভিযোগ, শোভাযাত্রা থাকা সত্বেও কীভাবে পুলিশ মাল বোঝাই লরিকে ঢুকতে দিল সেই নিয়েই ক্ষোভ জানিয়েছে সকলেই। তার ফলেই চন্দননগর জিটি রোড পুরোপুরি অবরুদ্ধ যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST