Keeravani and Jr NTR Reacts: গোল্ডেন গ্লোব জিতে প্রতিক্রিয়া দিলেন কীরাবাণী ও জুনিয়র এনটিআর, দেখুন ভিডিয়ো - জুনিয়র এনটিআর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 11, 2023, 10:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

প্রথম ভারতীয় ছবি হিসেবে গোল্ডেন গ্লোব পেয়েছে আরআরআর ৷ সেরা অরিজিনাল গানের জন্য এবছর গোল্ডেন গ্লোব পেয়েছে তেলেগু 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু'। আর এই পুরষ্কার পাওয়ার পর এখন সেই গান বিশ্ব মাতাচ্ছে। বুধবার এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে উপস্থিত ছিল টিম আরআরআর (RRR)৷ অ্যাওয়ার্ড জিতে সঙ্গীত পরিচালক এমএম কীরীবাণী জানালেন তাঁর প্রতিক্রিয়া ৷ সেইসঙ্গে অ্যাওয়ার্ড পাওয়ার পর উচ্ছ্বসিত ছবির অভিনেতা জুনিয়র এনটিআরও (MM Keeravani and Actor Jr NTR Reacts) ৷ কেমন লাগছে তাঁর? শেয়ার করলেন সেই অনুভূতিও ৷ উল্লেখ্য, 'আরআরআর' এদিন গর্বিত করেছে সমগ্র এশিয়াকে ৷ এমন কৃতিত্ব দেশের আর কোনও ছবির নেই ৷ তারপর থেকেই অভিনন্দনের বার্তা উপচে পড়ছে টিম 'আরআরআর'-এর ৷ শাহরুখ, অমিতাভ, আলিয়ারাও উচ্ছ্বসিত রাজামৌলির ছবির এহেন সাফল্যে ৷ আরআরআর-এই সাফল্যে অভিনন্দন বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.