Bikash Bhavan Ovijan: সল্টলেকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি-বন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি - ডিএলএড অ্যাসোসিয়েশন
🎬 Watch Now: Feature Video
Published : Sep 21, 2023, 4:53 PM IST
|Updated : Sep 21, 2023, 6:24 PM IST
বৃহস্পতিবার সল্টলেকে 2022-এ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার-কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন একাধিক পুলিশ ৷ বিক্ষোভকারীরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতেই তাঁদের আটক করে বিধাননগর পুলিশ। বিক্ষোভকারীদের জোর করে তোলা হয় পুলিশ বাসে ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিত ৷ বিক্ষোভকারী অভিযোগ 2022-এর টেটের ফল প্রকাশ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু ইন্টারভিউ হয়নি ৷ ফলে নিয়োগ আটকে থাকার অভিযোগ তোলা হয়েছে ৷ তাঁদের দাবি, পুজোর আগে পর্যাপ্ত শূন্যপদ সহকারে নতুন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে। পর্ষদের ঘোষণা অনুযায়ী বছরে দুবার নিয়োগ করতে হবে। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তভুক্ত করতে হবে। 2022 D.EL.ED টেট পাশ চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে APC ভবন চলুন। টেট পাস চাকরিপ্রার্থীরা এর আগেও ডেপুটেশন জমা দিয়েছেন ৷ শিক্ষা দফতরের পাশাপাশি তাঁরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ কর্মসূচি করছেন ৷ কিন্তু কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ ৷
অল বেঙ্গল 2022 টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশনের তরফ থেকে সল্টলেকে এপিসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়। প্রায় পাঁচ দফা দাবি নিয়ে তাঁদের এই কর্মসূচি ছিল।