ডুয়ার্সে বিক্ষোভের মুখে শুভেন্দুর কনভয়, 100 দিনের কাজের টাকা দাবি চা শ্রমিকদের - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
Published : Dec 16, 2023, 7:06 PM IST
Tea Workers Protest: ডুয়ার্সের চা বলয়ে সভায় আসার পথে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা 100 দিনের কাজের টাকা দাবি করলেন শনিবার । সঙ্গে চলল 'চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা' স্লোগান ৷ শনিবার জলপাইগুড়ির ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় চা শ্রমিকদের সভায় যোগ দিতে আসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ দিকে সভা শুরুর আগেই 17 নম্বর জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে শতাধিক শ্রমিক লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ৷ জবকার্ড হাতে নিয়ে 100 দিনের কাজের টাকার দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা । চা বাগানের শ্রমিকদের দাবি, প্রায় দু'বছর ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে তাঁদের ৷ পাশাপাশি যা কাজ হয়েছে তার টাকাও এখনও পাননি তাঁরা । যে কারণে শ্রমিকরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে 100 দিনের কাজের টাকার দাবি জানালেন এ দিন । কাজের টাকা না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয় চা শ্রমিকদের তরফে ৷