Royal Bengal Taxi in Kolkata: রাজপথে রয়্যাল বেঙ্গল ট্যাক্সি, ফোন করলেই মিলবে চড়ার সুযোগ - হলুদ ট্যাক্সি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 29, 2023, 8:41 PM IST

Updated : Jul 29, 2023, 11:00 PM IST

কলকাতায় ভিন্ন স্বাদে পালিত হল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস ৷ শনিবার রয়্যাল বেঙ্গলের রূপে শহরে দেখা মিলল ট্যাক্সির ৷ হলুদ ট্যাক্সির গায়ে কালো ডোরা কাটা দাগ নজর কাড়ল সকলের ৷ এই দিনটি উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে এহেন উদ্যোগ ৷ এই ভাবনা কলকাতায় একটি সংস্থার ৷ এই ভাবনা থেকেই আস্ত ট্যাক্সিকে দেওয়া হল রয়্যাল বেঙ্গলের রূপ । এই ট্যাক্সি আজ সন্ধ্যা পর্যন্ত থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এরপর কাল থেকে আগামী এক মাস ঘুরে বেড়াবে মহানগরের বিভিন্ন রাজপথে । তাতে সওয়ার হতে পারবেন আপনিও ৷ শুধু তার জন্য করতে হবে 9681472432 নম্বরে ফোন ৷ তাহলেই ট্যাক্সি পৌঁছে যাবে আপনার দোঁড়গড়ায় ৷ তবে ট্যাক্সি করে ভ্রমণের জন্য আপনাকে গুনতে হবে টাকা ৷ সেই টাকার বিনিময়ে এই ট্যাক্সি করে দাঁপিয়ে বেড়াতে পারেন কলকাতার অলিগলি ৷ ট্যাক্সি চালক দীনানাথ সাউ জানিয়েছেন, দিনে দিনে কমে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ বাঘ সংরক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান আরও বাড়াতে এবং বাঘ সম্পর্কে ভুল ধারণা কাটিয়ে তুলতেই এই উদ্যোগ ।  

Last Updated : Jul 29, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.