Onions Price Hike: পেঁয়াজের দাম 100 ছুঁইছুঁই, কালোবাজারি রুখতে পথে টাস্কফোর্স
🎬 Watch Now: Feature Video
পেঁয়াজের ঝাঁজের বদলে তার দাম এখন মধ্যবিত্তের চোখ জল এনে দিচ্ছে । দিনদিন বাড়ছে পেঁয়াজের দাম ৷ বর্তমানে এক কেজি পেঁয়াদের দাম প্রায় 100 ছুঁতে যায় ৷ এই অবস্থায় পথে নামল পশ্চিমবঙ্গ টাস্কফোর্স । স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে আজ কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল রাজ্যের টাস্কফোর্স । বৃহস্পতিবার সকালে তারা নাগেরবাজারের বাজারে ও বাগুইআটি বাজারে হানা দেয় । পেঁয়াজের দাম জানার চেষ্টা করেন আধিকারিকরা । পাশাপাশি আলু, আদা, রসুন ও বাকি সবজির দামের খোঁজ নেন তাঁরা । এরপরেই তাঁরা হানা দেন বাগুইআটি বাজারে । সেখানেও পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সবজির দামের খোঁজ নেন তাঁরা । এ দিন টাস্কফোর্সের সদস্যরা জানান, মহারাষ্ট্র ও রাজস্থানের পেঁয়াজের উপরে ভরসা করতে হয় । সেই পেঁয়াজের উপর কেন্দ্রীয় সরকার অতিরিক্ত রফতানি কর বসানোয় ওই অঞ্চলের ব্যবসায়ীরা ধর্মঘট করছেন ৷ তার ফলে একটা সংকট তৈরি হয়েছে, যা আগামী 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে । তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে । দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কোঅপারেটিভ সংস্থা ও আরও একটি সংস্থা রিটেলে বিক্রি করছে কেজিপ্রতি 30 টাকায় কিন্তু এখানে বিক্রি করছে 50 টাকায়, এটা হওয়া উচিত না । টাস্ক ফোর্সের আধিকারিকের কথায়, "আমরা বিষয়টি মুখ্যসচিব ও সরকারের অন্যান্য আমলাদের জানাব ৷ তাঁরা যেন কেন্দ্রীয় সরকারের খাদ্য দফতরের সঙ্গে কথা বলেন । প্রাইভেট পেঁয়াজ নেই, সবই সরকারি পেঁয়াজ । সেই পেঁয়াজ 50 টাকায় কিনে রিটেল মার্কেটে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে । কিন্তু কিছু কিছু জায়গায় পেঁয়াজ 100 টাকাতে বিক্রি হচ্ছে । এটা হওয়া উচিত না । এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । শহরের পাশাপাশি জেলাতেও অভিযান চলবে।"