Chaos in Rishra: কেটে গিয়েছে দু'দিন, রিষড়ার বর্তমান পরিস্থিতি কেমন ? খোঁজ নিল ইটিভি ভারত

🎬 Watch Now: Feature Video

thumbnail

হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল । সেই ঘটনার দু'দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও মঙ্গলবার এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে । হাওড়া শিবপুরের মত হুগলির রিষড়াতেও আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় পার্শ্ববর্তী জেলা এবং কমিশনারেট থেকে আনা হয়েছে অতিরিক্ত বাহিনী । হাওড়ার শিবপুরের অশান্তির পর পরেই হুগলি রিষড়ায় অশান্তির ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, দু'টো ঘটনাই পূর্ব পরিকল্পিত । উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশকে লক্ষ্য করে দেদার ইট বৃষ্টিও শুরু হয় । ইটের আঘাতে আহত হন একাধিক পুলিশকর্মী । কি্নতু তদন্তের পর জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইট নয়, ছোড়া হয়েছিল পাথর । এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে বোতল বোমা বা পেট্রল বোমা দিয়ে আঘাত হানারও চেষ্টা করে । যার ফলে পুলিশের অনুমান, আগে থেকে এলাকায় অশান্তি পাকানোর জন্য এলাকার বেশ কিছু বহিরাগতরা রিষড়ার পার্শ্ববর্তী রেললাইন থেকে গ্রানাইট পাথর জড়ো করে রেখেছিল । অন্যদিকে, এদিন ঘটনাস্থলে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় গেলে স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে । রেল পুলিশের পাশাপাশি হাওড়া জিআরপি এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.