Suvendu Adhikari:'ওঁর সম্পর্কে মন্তব্য করব না', অভিষেকের জন্মদিন পালন নিয়ে মত শুভেন্দুর - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
সোমবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখান থেকেই এদিন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) এক হাত নিলেন তিনি ৷ ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলতে গিয়েই শুভেন্দু বলেন, সুপ্রিমকোর্ট কী করবে তা তো আমি বলতে পারি না । তবে পাশের রাজ্য গুলি ডিএ দেয় ৷ ভারত সরকার ডিএ দেয় ৷ এটা তাদের ন্যায্য অধিকার । রাজ্যেও তাদের প্রাপ্য ডিএ পাওয়া উচিত । সাধারণ বর্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ নিয়েও বিরোধী দলনেতা তোপ দাগেন রাজ্যকে ৷ বলেন, পশ্চিমবঙ্গের ইডাব্লুএসের সুযোগ উচ্চ শ্রেণির মানুষেরা পায় ৷ যারা আর্থিকভাবে দুর্বল তারা কিছু পায় না । মমতার সরকার দেয় না । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন পালন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওঁর সম্পর্কে মন্তব্য করব না ৷ ওঁ যার আলোর থাকে তাঁকে আমি ভোটে হারিয়েছি ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST