Suvendu Adhikari: দুয়ারে সরকার প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন শুভেন্দু
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি । তার আগে সোমবার পুরুলিয়া জেলার একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের এই কর্মসূচিকে ধাপ্পা বাজি তথা ভোটের প্রচার বলে কটাক্ষ করলেন (Suvendu Adhikari criticises Duare Sarkar programme) । এদিন তিনি জানান, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার যখন করা হয়েছিল তখন মনে হয়েছিল সরকার হয়তো সাধারণ মধ্যবিত্ত মানুষদের সরাসরি সুবিধা দিতে চাইছে ৷ কিন্তু পরে দেখা যাচ্ছে সবই ভোটের প্রচার । কিছু মানুষ সেই সময় বিভ্রান্ত হয়ে ভোটও দিয়ে দিয়েছিলেন । ফের গত মে মাসে পৌরভোটের সময় ভোটে জিততে দুয়ারে সরকার প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল । রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূলের শাখা সংগঠন বলেও এদিন তোপ দাগেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST