Sukanta Majumdar: ধর্মতলায় চাকরি প্রার্থীদের আন্দোলনে হাজির সুকান্ত - ধর্মতলায় চাকরি প্রার্থীদের মনবল বাড়াতে হাজির সুকান্ত মজুমদার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15905907-thumbnail-3x2-sukanta-aspera.jpeg)
গান্ধি মূর্তির পাদদেশের নয় নয় করে 400 দিনের উপর হয়ে গেল এসএসসি মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলন । শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 27 ঘণ্টা ম্যারাধন জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে । তারপর আজ গান্ধি মূর্তির পাদদেশে প্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের সমর্থন করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar meets SSC candidates at Esplanade) । বিজেপির রাজ্য সভাপতি বলেন, "আপনাদের আন্দোলনের অংশ হয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি ৷"
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST