Sukanta Slams Mamata: 31 লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে উত্তরবঙ্গে যান ভাইপো, মমতাকে তোপ সুকান্তর - Sukanta Majumdar
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখোমুখি হতে ভয় পান । তিনি শুধু তাঁর ভাইপোকে নিয়েই ভাবেন । যে ভাইপো (Sukanta accuses Abhishek) একত্রিশ লক্ষ টাকা দিয়ে বিমান ভাড়া করে উত্তরবঙ্গে ভাষণ দিতে গিয়েছিলেন ৷ তাঁকে নিয়েই চিন্তিত মুখ্যমন্ত্রী (Sukanta Slams Mamata)। সাধারণ মানুষের জন্য তিনি চিন্তিত নন । অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)৷ এ দিন বিজেপির নবান্ন অভিযানে পুলিশে বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখানোর অভিযোগ তুলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, "যেভাবে আজ নির্দিষ্ট লক্ষ্য করে আমাকে জলকামান দিয়ে আঘাত করা হয়েছে, তাতে আমার ঘাড়ে আঘাত লেগেছে ৷ ব্যাথা হচ্ছে ৷ ব্যারিকেডের অপর প্রান্ত থেকে লাঠি দিয়ে আমার পেটে ক্রমাগত খোঁচানো হয়েছে । অনেক বহুতলের ছাদে দাঁড়িয়ে আমাদের মিছিলের উপরে পুলিশ পাথর ছুড়েছে (BJP Nabanna Abhijan)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ দলদাসে পরিণত হয়েছেন ৷" এই অভিযোগ তুলে ধর্নাতেও বসেন সুকান্ত । এ দিন হাওড়া ময়দান থেকে সুকান্তের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলকে মাঝপথে আটকায় পুলিশ ৷ এরপর সুকান্তকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেও তিনি আজ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST