ICC World Cup 2023: গুড লাক ! বালুশিল্পের মাধ্যমে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে শুভেচ্ছা শিল্পী সুদর্শনের - বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ড

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 11:26 AM IST

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড ৷ দেশবাসী উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে সেই দিকেই ৷ ম্যাচের আগে পুরীর সমুদ্র সৈকতে বালুশিল্পের মাধ্যমে বিশ্বকাপ সেমিফাইনালের জন্য় ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ বালির উপর একটি ব্যাটের উপর তেরঙা এঁকে লিখেছেন 'সেমিফাইনালের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা ৷' তার নিচে লেখা বিশ্বকাপ ৷ 

বিভিন্ন অনুষ্ঠান ও ভালো পারফরম্যান্সের জন্য বরাবরই নিজের বালি ভাস্কর্যের মধ্যে দিয়ে দেশের সেরাদের কখনও অভিনন্দন আবার কখনও শুভেচ্ছা জানিয়েছেন ৷ আজও তার অন্যথা হল না ৷ চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল ৷ বিশ্বকাপের শুরু থেকেই অপরাজিত রয়েছে ভারত ৷ কিউয়িদের বিরুদ্ধে আজকের সেমিফাইনাল ম্যাচ ভারতীয় দল ও প্রত্যেক ভারতবাসীর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ৷ সেইদিকেই তাকিয়ে রয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরা ৷ ভারতের আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাওয়ার দোরগোড়ায় পৌঁছতে আজকের ম্যাচ জিততেই হবে ভারতকে ৷ তাই সকলের প্রার্থনা যেন এবারের বিশ্বকাপ ভারতই জেতে ৷     

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.