Sudarsan Pattnaik: 'ভূমিকম্পে সর্বহারাদের বাঁচাতে হাত বাড়ান', পুরীতটে সুদর্শন পট্টনায়কের বার্তা - সুদর্শন পট্টনায়ক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 9, 2023, 2:11 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গিয়েছে  72 ঘণ্টা ৷ দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার সীমান্ত এলাকায় (Turkey Syria Earthquake) শুধু ভাঙাচোরা ইট-কংক্রিটের স্তূপ ৷ মৃতের সংখ্যা 15 হাজার ছাড়িয়েছে ৷ এমনিতে তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পপ্রবণ এলাকা ৷ সিরিয়ার গৃহযুদ্ধ থেকে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে দেশের উত্তরে সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ ৷ সেখানে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া দেওয়ালের বাড়ি, রাষ্ট্রসংঘের ক্যাম্পে থাকছিলেন ৷ তাঁদের মধ্যে অনেকেরই প্রাণ কাড়ল ভূমিকম্প ৷ এই শক্তিশালী ও ভয়ঙ্কর ভূমিকম্পে আহতের সংখ্যা এখন 60 হাজার পেরিয়েছে ৷ ত্রাণসামগ্রী, ওষুধ, উদ্ধারকারী দল, ডগ স্কোয়াড নিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান পৌঁছেছে সেখানে ৷ 30টি দেশ সাহায্যের আশ্বাস দিয়েছে ৷ কোথাও কোথাও মুছে হয়ে গিয়েছে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক প্রমাণ ৷ ভয়াবহ দুর্ঘটনাটি সমুদ্রের ধারে ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ ওড়িশায় পুরীর সমুদ্রসৈকতে একটি ধ্বংসস্তূপের মধ্যে শিশুকন্যা শুয়ে রয়েছে ৷ তার চারদিকে ভাঙাচোরা বাড়িঘর ৷ বাঁচার আকুতি শিশুর চোখেমুখে ৷ এর সঙ্গে সুদর্শন ইংরেজিতে যা লিখেছেন (Join Hands to Save The Earthquake Victims), তার বাংলা তরজমা, "ভূমিকম্পে বিধ্বস্তদের বাঁচাতে হাত বাড়ান ৷" পুরীর সমুদ্রসৈকতে এসে অনেকে সুদর্শন পট্টনায়কের এই বালু শিল্পকর্ম থেকে জানতে পেরেছেন তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের কথা ৷

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.