Janamshatmi 2023: পুরীর সমুদ্র সৈকতে জন্মাষ্টমীর শুভেচ্ছা, বালিতে শ্রীকৃষ্ণ আঁকলেন সুদর্শন - শুভ জন্মাষ্টমী
🎬 Watch Now: Feature Video
Published : Sep 6, 2023, 2:16 PM IST
|Updated : Sep 6, 2023, 2:45 PM IST
আজ শুভ জন্মাষ্টমী ৷ এই দিনে শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন ৷ এই বিশেষ দিনটিকে নিজের ভাস্কর্যে ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ পুরীর সমুদ্র সৈকতে তিনি বাল গোপালের ছবি ফুটিয়ে তুললেন ৷ বালিতে তৈরি এই ভাস্কর্যের নীচে লেখা শুভ জন্মাষ্টমী ৷
এর ছবি ও ভিডিয়ো এক্সে (টুইটারে) পোস্ট করেছেন ওড়িশার বালুশিল্পী সুদর্শন ৷ তিনি লিখেছেন, "জয় শ্রীকৃষ্ণ ৷ শ্রীকৃষ্ণের জন্মদিবস ৷ এই পবিত্র অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই ৷ ভগবান কৃষ্ণ সবাইকে আশীর্বাদ করুন ৷ পুরীর সমুদ্র সৈকতে আমার বালুশিল্প ৷" তবে শ্রীকৃষ্ণের পাশাপাশি তাঁর বালি ভাস্কর্যে উঠে এসেছে চন্দ্রযান-3 এবং আদিত্য এল-1 ৷ চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে সূক্ষ্ম শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন সুদর্শন ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ সেদিনও তিনি বালি দিয়ে সেই ভাস্কর্য তৈরি করেছিলেন ৷
2 সেপ্টেম্বর সূর্য গবেষণার জন্য রওনা দিয়েছে ইসরোর আদিত্য এল-1 ৷ এটিই ভারতের প্রথম সৌরাভিযান ৷ পৃথিবী ও সূর্যের মাঝে ল্যাগরানজিয়ান পয়েন্ট 1-এ পৌঁছে সেখানে থাকবে আদিত্য এল-1 ৷ মঙ্গলবার এই মহাকাশযানটিকে পৃথিবীর চারদিকে দ্বিতীয় কক্ষপথে স্থাপন করা হয়েছে ৷