thumbnail

International Tiger Day 2023: 15 ফুট লম্বা বালির ভাস্কর্য! আন্তর্জাতিক 'ব্যাঘ্র' দিবসে তাক লাগালেন সুদর্শন

By

Published : Jul 29, 2023, 7:57 AM IST

Updated : Jul 29, 2023, 8:12 AM IST

29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। আন্তর্জাতিক ব্য়াঘ্র দিবসে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে ফের একবার তাঁর শিল্পকর্ম ফুটিয়ে তুললেন ৷ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে 15 ফুট লম্বা একটি বাঘ তৈরি করেছেন তিনি সঙ্গে লিখেছেন, "আমাদের রক্ষা করুন। পরিবেশ রক্ষা করুন।" এই প্রথম নয়, বিশেষ বিশেষ দিনে তিনি তাঁর ভাস্কর্য বালিতে ফুটিতে তোলেন ৷ এবার তাঁর শিল্পসত্ত্বায় ধরা পড়ল বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা ৷ 

পৃথিবীজুড়ে বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। চোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বেআইনি ব্যবসা ইত্যাদির কারণে বিগত 150 বছরে প্রায় 95 শতাংশ কমেছে বাঘের সংখ্যা। 2010 সাল থেকে শুরু হয় এই বিশেষ দিনটির পালন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, বিশ্বের মোট বাঘের 70 শতাংশ বাঘ ভারতেই রয়েছে। তবে চোরাশিকারকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে বাঘ মারার প্রবণতা এখনও রয়েছে। 

বাঘ নিয়ে জেনে নিন কিছু জানা-অজানা তথ্য

  • বাঘ প্রতি ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত গতিতে দৌঁড়তে পারে ৷
  • জন্মের পর 6 থেকে 8 সপ্তাহ চোখে দেখতে পায় না বাঘ ৷
  • একটি বাঘের সাধারণ আয়ু কমপক্ষে 11 বছর ৷
  • তিন কিলোমিটার দূর থেকে শোনা যায় বাঘের গর্জন ৷
  • বাঘেরা একা থাকতেই স্বচ্ছন্দ বোধ করে। বিশাল এলাকাজুড়ে দখল করে থাকে এবং সেখানে কোনও শত্রুর প্রবেশ নিষেধ ৷
  • প্রতিটি বাঘই দক্ষ সাঁতারু ৷
Last Updated : Jul 29, 2023, 8:12 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.