Sudarsan Pattnaik on Raksha Bandhan: 'চাঁদমামা, তোমায় রাখির শুভেচ্ছা', পুরীর বালিতে ভাস্কর্য সুদর্শনের - Chandrayaan 3 Soft Landing
🎬 Watch Now: Feature Video
Published : Aug 30, 2023, 1:22 PM IST
আজ রাখি পূর্ণিমা ৷ পুরীর সমুদ্র সৈকতে সেই ছবি ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ চাঁদমামাকে রাখি পরাচ্ছেন ধরিত্রী মা ৷ রাখির সেই সুতোয় ভারতের পতাকার তেরঙার রং ৷ বালি দিয়ে এই দৃশ্য তুলে ধরলেন ওড়িশার ভাস্কর্য শিল্পী সুদর্শন ৷ 23 অগস্ট চাঁদে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-3 ৷ সেই ঘটনাকে সম্মান জানাতেই এই বালু ভাস্কর্য তৈরি করেছে শিল্পীর ৷
চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার ঘটনাটি লাইভ সম্প্রচার করেছে ইসরো ৷ ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে নামার কয়েক মিনিট আগে থাকতে পর্দায় ভেসে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ ৷ এদিন সফল সফট ল্যান্ডিংয়ের পর তিনি বলেন, "ধরিত্রীকে মা বলে ডাকা হয় ৷ আর চাঁদকে মামা ৷" তিনি আরও জানিয়েছিলেন, একসময় চাঁদকে দেখে বলা হত, চাঁদ খুব দূরের ৷ এবার চাঁদকে দেখে প্রত্যেকে বলবে, "চাঁদ, ব্যস একটা ট্যুরের ব্যাপার ৷" এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে বুধবার রাখি পূর্ণিমার দিন পুরীর বালিতে চাঁদমামাকে রাখির শুভেচ্ছা জানালেন শিল্পী সুদর্শন ৷ তাঁর শিল্পকর্মের নীচে পট্টনায়ক লিখেছেন, "চাঁদমামা, তোমায় রাখির শুভেচ্ছা" ৷