Durga Puja 2022: শ্রীরামপুর প্রভাসনগরের দুর্গাপুজোয় এবার 110 ফুটের স্ট্যাচু অফ লিবার্টি - স্ট্যাচু অফ লিবার্টি
🎬 Watch Now: Feature Video
শ্রীরামপুরে এবার এক টুকরো আমেরিকা উঠে এসেছে ৷ কারণ এবছর প্রভাসনগর শুভনগর কল্যাণ সমিতির থিম 110 ফুটের স্ট্যাচু অফ লিবার্টি (Statue of Liberty) ৷ এবার তারা 12তম বর্ষে পা দিল । মণ্ডপের সামনে দাঁড়ালে মনে হবে আপনি চলে এসেছেন আমেরিকায় । 110 ফুটের সুউচ্চ মণ্ডপটিকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ । শ্রীরামপুরে বেশকিছু নামজাদা পুজোর মধ্যে এবারে নাম লিখিয়েছে প্রভাসনগর শুভনগর কল্যাণ সমিতির দুর্গাপুজোও (Durga Puja 2022 theme) । পুজো উদোক্তারা আশা করছেন আগামিদিনে মণ্ডপে আরও দর্শনার্থীদের ভিড় হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST