Srijan on NEP: 'ঘুর পথে জাতীয় শিক্ষানীতি লাগু করতে চাইছে রাজ্য,' ইটিভি ভারতকে স্পষ্ট বললেন সৃজন

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 5:08 PM IST

thumbnail

বন্ধ হয়ে যাওয়া স্কুল এবং স্কুল-ছুট পড়ুয়াদের ফিরিয়ে আনতে ব্যর্থ রাজ্য সরকার ৷ তার বদলে ঘুর পথে নয়া জাতীয় শিক্ষানীতিকে লাগু করার কাজ করছে শিক্ষা দফতর ৷ ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷ তাঁর দাবি ‘বাংলার শিক্ষানীতি’র নামে কেন্দ্রের ‘জাতীয় শিক্ষানীতি’কে কার্যকর করছে তৃণমূলের সরকার ৷ মূলত, রাজ্যে একাধিক স্কুল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছিল বাম ছাত্র সংগঠন ৷ যা সরাসরি খারিজ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়েও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন সৃজন ৷ তাঁর অভিযোগ, রাজ্যপাল যাঁদের উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, তাঁদের অনেকেই শিক্ষা জগতের বাইরে ৷ আর যাঁরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, তাঁদের অধিকাংশ আরএসএস মনোভাবাপন্ন বা বিজেপির বলে অভিযোগ করেন তিনি ৷ মূলত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি ৷ পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো এবং নিরাপত্তার বিষয় নিয়ে ইসরোর প্রতিনিধি দলের পরিদর্শন নিয়েও সমালোচনা করেন তিনি ৷ তাঁর প্রশ্ন, একটি বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো ও সেখানকার নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে দেশের মহাকাশ বিজ্ঞানীদের কী কাজ ? কেন তাঁদের মূল্যবান সময়কে নষ্ট করা হচ্ছে ?

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.