রাম মন্দিরের অলি-গলিতে চমক, উদ্বোধনের আগে সেই ভিডিয়োই প্রকাশ্যে
🎬 Watch Now: Feature Video
Spectacular Images of Ram Mandir: 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালা মূর্তিতে ৷ তার আগেই নবনির্মিত মন্দিরে একটি ভিডিয়ো প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ৷ নির্দিষ্ট সোশাল মিডিয়ার এই ভিডিয়ো প্রকাশ করেছে ৷ 55-সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে ৷ মন্দিরের নীচের তলার ঘরগুলি এমন ভাবে তৈরি হয়েছে যা রামভক্তদের মধ্যে মন্দির নিয়ে আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে ৷ এই মন্দিরের মূল প্রবেশ দ্বারের ছবিও শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই মন্দিরের উপর আলো পড়ে মন্দিরে রূপ আরও বাড়িয়ে দিয়েছে ৷ ভিডিয়োতে মন্দিরের বাইরের অংশ, আশেপাশের এলাকা এবং ভিতরের চত্বরের তুলে ধরা হয়েছে ৷22 জানুয়ারি মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আরও ব্যক্তিত্বরা ৷ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে ৷ এই মন্দিরে শিশু রামলালাকে খেলনা দিচ্ছে কাশীর রমাপতি মন্দির ৷ এই মন্দিরে পুজিত হন শিশু রামলালা ৷ এবার থেকে অযোধ্যার মন্দিরেও পুজিত হবেন রামলালা ৷