Tarapith Temple মাছ, মাংস, মিষ্টিতে ভোগ নিবেদন, কৌশিকী অমাবস্য়ায় তারাপীঠের মন্দিরে উপচে পড়া ভিড় - তারাপীঠের মন্দির

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 26, 2022, 3:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

করোনা আবহে গত দুবছর তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya) পুজোয় সাধারণের প্রবেশ বন্ধ রাখতে হয়েছিল ৷ কিন্তু, এবার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তাই এবারের পুজোয় সামিল হওয়ার সুযোগ পেয়েছেন ভক্তরা ৷ শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে ৷ মন্দিরের পালাদার সেবায়েতরা দেবীর প্রতি ভোগ নিবেদন করেন ৷ তাতে ছিল রকমারি পদ ৷ যেমন পোলাও, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের তরকারি, বলি হওয়া পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, মাছের মাথা, পাঁচ রকমের মিষ্টি ও পায়েস ৷ মা তারা মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়ছেন, অমাবস্য়ার তিথি শুরু হওয়ার আগেই মন্দিরে বিগ্রহকে ভোগ নিবেদনের প্রক্রিয়া আরম্ভ করে দেওয়া হয় ৷ গত দুবছর ভক্তদের বাদ রেখেই মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজো করা হয়েছে ৷ কিন্তু, এবার দর্শনার্থীরা মন্দিরে ঢোকার ছাড়পত্র পেয়েছেন ৷ তাই পুজো নিয়ে তাঁদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গিয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.