PM Modi Birthday: মোদির জন্মদিনে বদ্রীনাথ-কেদারনাথে বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো - PM Modi Birthday
🎬 Watch Now: Feature Video
Published : Sep 17, 2023, 4:05 PM IST
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ 73তম জন্মদিন। 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাতে জন্মগ্রহণ করেন তিনি। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথদামে ও বদ্রীনাথধামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো করা হয়। মন্দিরের পুরোহিতরা বিশেষ হোমযজ্ঞ করেন ও মোদির দীর্ঘায়ু কামনা করেন ৷ এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দেশের সুখ-সমৃদ্ধির কামনা করা হয়। আজকের এই পুজোয় মন্দির কমিটির কর্মকর্তা-সহ কর্মচারীরা সকলেই উপস্থিত ছিলেন।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের পাশাপাশি নরসিংহ মন্দির জোশীমঠ, সিদ্ধপীঠ কালীমঠ, দ্বিতীয় কেদার মদমহেশ্বর এছাড়া আরও মন্দিরে পুজো দেওয়া হয়েছে বলে জানান এক পুরোহিত ৷ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সম্মাননীয় ও রাজনৈতিক নেতারা। বিজেপির দলীয় কর্মী ও নেতারা এদিন মহা সমারোহে মোদির জন্মদিন পালনের নানা পরিকল্পনা করেছেন। লোকসভা নির্বাচনের আগে মোদীর জন্মদিনটিকে বিশালভাবে উদযাপন করছে বিজেপি ৷ জন্মদিনের সকাল থেকেই একাধিক কর্মসূচিতে শামিল হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ 73তম জন্মদিনে বিশ্বকর্মা পুজোর আগে 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পের সূচনা করলেন তিনি।