Dengue in South Dum Dum: ডেঙ্গির বাড়বাড়ন্তে রেলকে কাঠগড়ায় তুলল দক্ষিণ দমদম পৌরসভা - দক্ষিণ দমদম পৌরসভা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 3:28 PM IST

দক্ষিণ দমদম পৌরসভায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। অভিযোগের আঙুল মেট্রোরেল, পূর্বরেল-সহ কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি দফতরের উদাসীনতার দিকে। এই মুহূর্তে দক্ষিণ দমদম পৌরসভায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় 450 জন। আক্রান্তরা কেউ হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন ৷ কেউ বা নিজেদের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে ৷ দক্ষিণ দমদমের স্বাস্থ্য বিভাগের এমআইসি সঞ্জয় দাস, ডেঙ্গি মোকাবিলার ক্ষেত্রে তারা বেশ কিছুটা অসুবিধায় পড়ছেন বলেই দাবি করেছেন। আর এজন্য তিনি মূলত মেট্রোরেল, ইস্টার্ন রেল, পিএন্ডটি-সহ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গাগুলোর দিকেই আঙুল তুলেছেন। 

তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারি ওইসব দফতরের জায়গাগুলো পরিষ্কার করার জন্য বারবার আবেদন জানালেও, কোনও কাজ হয়নি। পৌরসভার তরফ থেকে সবরকম প্রচেষ্টা করা হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কারণে জল জমে যাচ্ছে এবং মশার লার্ভা জন্মাচ্ছে। তাঁর কথায়, স্থানীয় মানুষ ভাবছে, দক্ষিণ দমদম পৌরসভা কাজ করছে না। তা ঠিক নয় ৷ কারণ সমস্ত এলাকাতেই মশার তেল ছড়ানো হচ্ছে ৷ ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে পৌরসভার গাফিলতি নেই বলেই দাবি করেন সঞ্জয় দাস। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.