Kiff 2022: সোহমের কলকাতার হ্যারি দেখানো হল চলচ্চিত্র উৎসবে - কলকাতার হ্যারি
🎬 Watch Now: Feature Video
6মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজদীপ ঘোষ পরিচালিত বাংলা ছবি 'কলকাতার হ্যারি'(Kolkatar Harry)। তার আগে চলচ্চিত্র উৎসবে (Kiff 2022) দেখানো হল এই ছবি । ব্যাপক সাড়া মিলেছে দর্শক মহলে । এই ছবিতে গানও গেয়েছেন সোহম (Soham Chakraborty)। সংগীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায় । শিশুদের মাধ্যমে বড়দের কথা বলা হবে এই ছবিতে । মনে হবে যেন রূপকথার গল্প । নন্দনে (27th Kolkata International Film festival) আয়োজিত এই ছবির সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন পরিচালক রাজদীপ ঘোষ, অভিনেতা সোহম চক্রবর্তী, সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী সুদেষ্ণা রায়, কৃষ্ণেন্দু চাকী-সহ আরও অনেকে । চলচ্চিত্র উৎসবে এই ছবি ঘিরে আগ্রহ দেখে খুশি সকলেই ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST