রামলালার প্রাণ প্রতিষ্ঠার আবহেই বরফে ঢাকল কেদারনাথ - তুষারপাত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ANI

Published : Jan 18, 2024, 11:36 AM IST

Updated : Jan 18, 2024, 12:10 PM IST

Snow Fall in kedarnath: একদিকে যখন রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, অন্যদিকে বরফে ঢেকেছে কেদারনাথ । তুষারপাত লাগাতার, কেদারনাথের চারপাশ একেবারে তুষার-মোড়া।  মৌসম ভবনের আগেই পূর্বাভাস ছিল 16- 18 জানুয়ারি পর্যন্ত উল্লেখযোগ্য হারে কমবে তাপমাত্রা ৷ যার জেরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাত হয়েছে ৷ ইতিমধ্যেই বদ্রিনাথ ধাম, হেমকুণ্ড সাহিব, ভ্যাল অফ ফ্লাওয়ারস জাতীয় উদ্যান, রুদ্রনাথ, নিতি ভ্যালি ও মান্না ভ্যালি উপত্যকা অঞ্চলে তুষারপাত শুরু হয়েছে ৷  

বিশ্বের সবচেয়ে প্রাচীন তীর্থ স্থান হিসাবে পরিচিত কেদারনাথ ধাম ৷ বুধবার থেকে সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তুষার পাত শুরু হয়েছে ৷ শীতের মরশুমে এটাই প্রথম তুষারপাত বলে জানানো হয়েছে মৌসম ভবনের পক্ষ থেকে ৷ এই বছর প্রথম তুষরাপাত হয়েছে চামোলি জেলাতে ৷ তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি করা হয়নি ৷ বুধবার, বিশ্ব হিন্দু পরিষদের তরফে বদ্রীনাথ ধামের সেবকদের হাতে তুলে দেওয়া হয়  রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ৷ আগামী  22 জানুয়ারি অযোধ্যায় রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান ৷ 16 জানুয়ারি অর্থাৎ সাত দিন আগে থেকে বৈদিক আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৷ 23 জানুয়ারি থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির ৷  তার আগেই কেদারনাথ যেন শ্বেতশুভ্র। 

Last Updated : Jan 18, 2024, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.