CPM TET Protest: অসুস্থ আন্দোলনকারীকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ - টেট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16713415-727-16713415-1666358154454.jpg)
একদিকে আন্দোলন তুলতে বাম নেতৃত্বের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ৷ একের পর এক নেতা ও কর্মীকে গ্রেফতার করছে পুলিশ ৷ সেই আবহেই পুলিশের মানবিক রূপের সাক্ষী থাকল আসানসোল (Asansol) ৷ আন্দোলনে আসা এক সিপিএম কর্মী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিজেদের গাড়িতেই হাসপাতালে পৌঁছে দিলেন কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকরা ৷ বৃহস্পতিবার গভীর রাতে বিধাননগরের করুণাময়ীতে টেট আন্দোলনকারীদের (TET Agitation) তুলে দেয় পুলিশ ৷ তারই প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে নানা কর্মসূচি পালন করে সিপিএম (CPM TET Protest) ৷ ব্যতিক্রম ছিল না আসানসোলও ৷ এদিন বিকেলে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করা হয় বাম সংগঠনগুলির পক্ষ থেকে ৷ আধঘন্টার উপর এই অবরোধ চলে ৷ যার ফলে জিটি রোডের উপরে ব্যাপক যানজট হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ তারা অবরোধ তুলতে গেলে বাম নেতা ও কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ৷ কয়েকজন নেতাকে গ্রেফতারও করা হয় ৷ অন্যদিকে, এই ধস্তাধস্তির মাঝে এক সিপিএম কর্মী অসুস্থ হয়ে পড়েন ৷ তখন পুলিশই আবার সাহায্যের জন্য এগিয়ে আসে ৷ ভিড় থেকে ওই কর্মীকে আলাদা করেন দলীয় সহকর্মীরা ৷ এরপর পুলিশের গাড়িতেই তাঁকে হাসপাতালে পাঠানো হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST