Shatrughan Sinha: জি20'র শীর্ষ সম্মেলনে মোদির সভাপতিত্বকে তাচ্ছিল্য করলেন শত্রুঘ্ন সিনহা - শত্রুঘ্ন সিনহা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-09-2023/640-480-19476082-thumbnail-16x9-asn.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Sep 10, 2023, 2:25 PM IST
স্বাগত জানালেও জি20 সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতি হওয়া স্রেফ 'রোটেশনাল' নিয়মের কারণেই হয়েছে বলে বিষয়টাকে তাচ্ছিল্য করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। আসানসোলে এসে সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা জানান, একটা হাওয়া তোলা হয়েছে জি20 চলে এসেছে বলে। ভারতের সভাপতিত্বে হচ্ছে। এই সভাপতিত্ব রোটেশনে শেষ হয়ে যাবে। ভারতের স্থান তো 19-20-এ ৷ সভাপতির দায়িত্বে যশবন্ত সিনহাও ছিলেন।
যদিও জি20'কে স্বাগত জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন সিনহা বলেন, "আমার শুভকামনা রইল। জি20 থেকে কিছু ভালো ফলাফল বেরিয়ে আসুক। যাতে ভারতের সাধারণ মানুষের ভালো হয়।"
তবে জি20 নিয়ে লোকসভায় বিশেষ সুবিধে করতে পারবে না বিজেপি। এমনই মতপ্রকাশ করেছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, "জি20 বৈদেশিক কূটনীতির বিষয়, এতে লোকসভা ভোটের সঙ্গে সম্পর্ক নেই । তবে দেশে এমন কিছু ঘটানো হচ্ছে যাতে মূল সমস্যা থেকে মুখ ঘুরিয়ে দেওয়া যায় ।"
সংসদের বিশেষ অধিবেশন নিয়েও বিহারীবাবুর কটাক্ষ, এটা সরকারের ভয় পেয়ে যাওয়া প্রতিক্রিয়া। না বিপক্ষ দলের সঙ্গে কোনও আলোচনা করেছে। না মানুষের কাছে জানতে চেয়েছে। বিনা অ্যজেন্ডাতেই এটা ডাকা হল। কারও কিছু জানা নেই কী হবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসবে? কী করে আসবে? এত জলদি কিছুই হয় না। তবে ইন্ডিয়া-ভারত নাম বিতর্কে তিনি বলেন, "দু'টোই থাকবে। এটাই বলব, জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া।